মূল পাতা মুসলিম বিশ্ব পুতিনের সঙ্গে বৈঠক; রাশিয়ার সাথে সম্পর্ক পুনরুদ্ধার করতে চায় সিরিয়া
শেখ আশরাফুল ইসলাম 16 October, 2025 01:10 PM
মস্কোর সাথে সম্পর্ক পুনরুদ্ধার এবং পুনর্নির্ধারণ করতে চান বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শা’রা আল জুলানী।
বুধবার (১৫ অক্টোবর) মস্কোতে পুতিনের সাথে সাক্ষাতের সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুতিনকে তিনি বলেন, আমরা এই সম্পর্কের প্রকৃতি নতুনভাবে পুনরুদ্ধার এবং পুনর্নির্ধারণ করার চেষ্টা করছি যাতে সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌম সিরিয়া এবং এর আঞ্চলিক ঐক্য ও অখণ্ডতা এবং এর নিরাপত্তা স্থিতিশীলতা বজায় থাকে।
তিনি আশ্বস্ত করে বলেন, দামেস্ক মস্কোর সাথে অতীতের সমস্ত চুক্তিকে সম্মান করবে। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভাগ করা স্বার্থ রয়েছে যা আমাদের রাশিয়ার সাথে আবদ্ধ করে এবং আমরা এর সাথে করা সমস্ত চুক্তিকে সম্মান করি।
উল্লেখ্য; ১০ মাস আগে সিরিয়া থেকে নির্বাসিত হওয়ার পর থেকে সুন্নি মুসলিমদের রক্তপিপাসু বাশার আল-আসাদ রাশিয়ায় আশ্রিত।